ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৫০ পূর্বাহ্ন

মেকআপ ছাড়া ছবি পোস্ট, পেত্নী বলে কটাক্ষের শিকার শ্রাবন্তী

  • আপডেট: Friday, August 25, 2023 - 11:27 pm

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া ছবি প্রকাশ করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বুধবার শ্রাবন্তী নিজের মেকআপ ছাড়া ওই ছবি করা মাত্রই নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকারা পেত্নী, আপনাকেও সেরকম লাগছে। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন। তবে এসব মন্তব্যর কোনো জবাব দেননি শ্রাবন্তী।

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS