ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:৪১ পূর্বাহ্ন

ওমানে হকিতে বাংলাদেশের মেয়েদের জয়

  • আপডেট: Friday, August 25, 2023 - 10:19 pm

অনলাইন ডেস্ক: ওমানের সালালাহ শহরে চলছে ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরও পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে নারীরা।

ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচেও ৬টি গোল করেছেন। এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া। শনিবার বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরান এবং রাতে হংকংয়ের বিপক্ষে খেলবে তারা।

সোনালী/জেআর