ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:১১ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির নেতা নয়নের মায়ের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Thursday, August 24, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য দেলোয়ার হোসেন নয়নের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপ্তি আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গোদাগাড়ীস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

পরে বাদ আসর জানাজার নামাজ শেষে উপজেলার পশ্চিম ভাটোপাড়া গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

এদিকে, দেলোয়ার হোসেন নয়নের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার দুপুরে এক শোক বার্তায় এমপি বাদশা দিপ্তি আরা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে, আরেক শোক বার্তায় রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও দেলোয়ার হোসেন নয়নের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

দলের জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল ও সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা জেলা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন। তারাও নয়নের মায়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস