ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৭:৫১ পূর্বাহ্ন

তালেবানের হাতে বিচারবহির্ভূত হত্যার শিকার কয়েকশ মানুষ

  • আপডেট: Thursday, August 24, 2023 - 4:33 am

জাতিসংঘের প্রতিবেদন 

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে ২০২১ সালের আগস্টে ক্ষমতায় বসে তালেবান। এর পর থেকে কয়েকশ আফগানকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর সিএনএনের।

সংস্থাটি বলছে, আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল তালেবান।

এরপরও দেশটির অনেক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মঙ্গলবার আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, তালেবানের ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে ৮০০টির বেশি গ্রেপ্তার, আটক, নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর জাতিসংঘের নজরে এসেছে। এর মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্তত ২১৮টি ঘটনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ক্ষমতা গ্রহণের পর আগের সরকার ও নিরাপত্তা বাহিনীতে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে তালেবান যেসব মর্মান্তিক আচরণ করেছে, এই প্রতিবেদন সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেছে।

অথচ এসব ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এটি জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা।

সোনালী/জেআর