ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৬:৪৮ অপরাহ্ন

বগুড়ায় করতোয়া নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

  • আপডেট: Monday, August 21, 2023 - 11:21 am

অনলাইন ডেস্ক: বগুড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের নবাববাড়ী সড়কের কাছে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেয়েছে।

পরনে শুধু গেঞ্জি ছিল। তার পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিতের জন্য সিআইডি ও পিবিআই নিহতের আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

পরিদর্শক সুজন মিঞা বলেন, ধারণা করা হচ্ছে‒ তিন থেকে চারদিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে। সুরহতাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সোনালী/জেআর