ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:১০ অপরাহ্ন

বায়ু দূষণ || ঢাকা আজ ১৩তম

  • আপডেট: Monday, August 21, 2023 - 10:32 am

অনলাইন ডেস্ক: বিশ্বের ১১০টি শহরের মধ্যে বেশি দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ (সোমবার) সকাল ৯টার দিকে ১৩তম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এ সময় ঢাকার স্কোর ছিল ৯১। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’।

আজ সকাল নয়টায় বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের সিয়াটল। শহরটির স্কোর ১৭৮।

দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড। শহর দুটির স্কোর যথাক্রমে ১৭৩ ও ১৬৮।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সোনালী/জেআর