ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

প্রকৌশলী তাজুল ইসলামের দাফন সম্পন্ন

  • আপডেট: Wednesday, August 16, 2023 - 8:22 pm

প্রগতিশীল বন্ধু হারালাম, বললেন বাদশা 

স্টাফ রিপোার্টার: রাজশাহী নগরীর গৌরহাঙ্গা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর শাখার সহ-সভাপতি ও আ’লীগ নেতা প্রকৌশলী তাজুল ইসলাম।

আজ বুধবার বাদ জোহর শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বরে জানাজা শেষে তার মরদেহ গৌরহাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে তাজুল ইসলামের পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

জানাজার নামাজে অংশ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

‘একজন প্রগতিশীল বন্ধু হারালাম’ মন্তব্য করে তিনি বলেন, প্রকৌশলী তাজুল ইসলাম রাজশাহীর প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজশাহীর অনেক ন্যয়সঙ্গত আন্দোলন-সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়। তার চলে যাওয়া এই এলাকার প্রগতিশীল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি, যা হয়তো কখনো পূরণ হবে না।”

এসময় তিনি তাজুল ইসলামের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানাজার নামাজে রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি নওশের আলী, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ অংশগ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় রাজশাহী মহানগরীর উপশহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রকৌশলী তাজুল ইসলাম।

সোনালী/জগদীশ রবিদাস