ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

  • আপডেট: Tuesday, August 15, 2023 - 4:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পেঁয়াজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের দেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত ট্রাকচালকের নাম দুরুল হুদা (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই ওই ট্রাকটি মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় যাচ্ছিল। কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পেঁয়াজবোঝাই ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এর মালিক এলে আইনি প্রক্রিয়ায় তার ট্রাক ও মালামাল বুঝিয়ে দেওয়া হবে।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

সোনালী/জেআর