ঢাকা | মে ১১, ২০২৫ - ৮:৩০ অপরাহ্ন

১৬০ মিলিয়নে সৌদি লিগে নেইমার!

  • আপডেট: Monday, August 14, 2023 - 7:00 am

অনলাইন ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র। প্রো লিগের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুইপে জানিয়েছে এই তথ্য।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, নেইমারকে দুই বছরের জন্য বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল। তবে পিএসজি তাকে বিক্রি করে কত পাবে তা উল্লেখ করা হয়নি।

পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কাতালান ক্লাবটিও তাকে নিতে আগ্রহী ছিল। কিন্তু বার্সার যা আর্থিক অবস্থা তাতে নেইমার ক্লাবটির জন্য অলৌকিক চিন্তা। নেইমার তাই সৌদি লিগকেই বেছে নিচ্ছেন বলে খবর।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, আল হিলাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেইমারের সঙ্গে চুক্তির সম্পন্ন করে ফেরার বিষয়ে আশাবাদী। কিছু শর্ত পরিষ্কার হওয়া ও প্রস্তুত করা কাগজপত্র যাচাই করা বাকি কেবল।

নেইমারের ক্লাব ছাড়ার খবরে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল মেজর লিগ ও সৌদি প্রো লিগের ক্লাব। পিএসজির দুই লিগের প্রস্তাবেই সাড়া ছিল। চেলসিও আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়েছে প্যারিসের ক্লাবটি।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS