ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৫:৩৬ অপরাহ্ন

শহরে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Friday, August 11, 2023 - 7:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সপুরা এলাকা থেকে ১১৫ লিটার চোলাইমদসহ দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর সদস্যরা শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে সপুরা কাঠ মিলের সামনে থেকে একটি অটোরিকশায় চোলাইমদসহ দুজনকে আটক করে।

আটককৃতরা হলো, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মুন্নার ছেলে আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে অটোচালক নূর আলম (৩৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি অটোরিকশা যোগে মাদক ব্যবসায়ীরা দেশীয় চোলাইমদ নিয়ে নগরীর সপুরার দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নগরীর সপুরা কাঠ মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি অটোরিকশা নগরীর সপুরার দিকে যাওয়ার পথে র‌্যাব তাদের থামিয়ে অটোরিকশা তল্লাসী করলে ১১৫ লিটার চোলাইমদ পায়। পরে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক ব্যবসায়র সাথে জড়িত বলে স্বীকার করে। আটককৃতদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস