ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৪০ অপরাহ্ন

ওয়ার্ডের অসুস্থ বাসিন্দার পাশে কাউন্সিলর মতি

  • আপডেট: Friday, August 11, 2023 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর এলাকার মোহাম্মদ জালাল উদ্দীন (৬৫) নামে এক স্থানীয় বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে আজ শুক্রবার রাতে রামেক হাসপাতালে তাকে দেখতে যান ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি।

এসময় তিনি সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকের কাছে মোহাম্মদ জালাল উদ্দীনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং তার দ্রুত রোগমুক্তির কামনা করেন।

একইসঙ্গে চিকিৎসাজনিত যে কোন সহযোগিতা ও প্রয়োজনে ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগের জন্য অসুস্থ জালালের স্ত্রীকে পরামর্শও দেন মহানগর যুবমৈত্রীর সভাপতি কাউন্সিলর মতিউর রহমান মতি।

 

 

 

সোনালী/জগদীশ রবিদাস