ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১২:১২ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা থেকে রাজশাহীর সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

  • আপডেট: Friday, August 11, 2023 - 5:00 pm

স্টাফ রিপোর্টার: বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকার দুইজন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ইকবাল হোসেন (৩২) ও তার ভাই এসএম শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (৩৮)। তারা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুরের মনিরুজ্জামান মন্টুর ছেলে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় আসামি মো: ইকবাল হোসেন ২টি সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ও ৬টি গ্রেফতারী পরোয়ানা এবং তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিরুদ্ধে ২ টি সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।

তারা পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার ১০ আগস্ট দামকুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতার এড়াতে আসামি ইকবাল ও শাহরিয়ার ঢাকা মহানগরীর রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) ড. মো: রুহুল আমিন সরকারে নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মশিউর রহমান, এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও তার টিম শুক্রবার রাত ১২ টার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে আসামি মো: ইকবাল হোসেন ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোনালী

Hi-performance fast WordPress hosting by FireVPS