ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৮:৩০ পূর্বাহ্ন

জরুরি চিকিৎসাসেবায় মোহনপুরে ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’

  • আপডেট: Wednesday, August 9, 2023 - 7:00 pm

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোহনপুর: মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার গ্রামীণ অ্যাম্বুলেন্স সরবরাহ অনুষ্ঠানে ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম, সহকারি কমিশনার ভূমি মিথিলা দাস, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মফিজুল ইসলাম মুন্নাসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘চিকিৎসা সেবা সহজ করার জন্য সিএনজি ইঞ্জিনের সঙ্গে কাস্টমাইজড বডি দিয়ে অ্যাম্বুলেন্স বানানোর জন্য উত্তরা মটরসের সঙ্গে যোগাযোগ করলে তারা এমন তিন চাকার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়।

উপজেলার যে কোনও ইউনিয়ন থেকে ফোন করলেই এই গ্রামীণ অ্যাম্বুলেন্সের সার্ভিস নিতে পারবেন গ্রামবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে স্বল্প টাকা খরচ পড়বে।

সোনালী/জেআর