ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

রাজশাহী নগরীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, August 5, 2023 - 3:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ শনিবার বেলা ১২টায় নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের একটি জায়গায় পড়ে ছিল। পথচারীরা তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পাশাপাশি লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সোনালী/জগদীশ রবিদাস