ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:৩৪ অপরাহ্ন

কাটাখালিতে ওয়ার্কার্স পার্টির জনসভা ১৬ সেপ্টেম্বর

  • আপডেট: Saturday, August 5, 2023 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কাটাখালি পৌরসভা কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে কাটাখালির মাসকাটা দিঘি উচ্চ বিদ্যালয়ের হলরুম এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, মহানগর কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম উদ্দিন, নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফায়সাল আহমেদ রাতুল, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান ছানা, সাবেক কাউন্সিলর দুলুফা আক্তার মিলি, শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

সভাটি পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির কাটাখালি পৌর কমিটির সাধারণ সম্পাদক মো: আলাল।

সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর কাটাখালি পৌরসভায় জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সোনালী/জগদীশ রবিদাস