রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার
♦ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশব্যাপি কর্মসূচি
স্টাফ রিপোর্টার: নির্বাচনসহ বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে আগামী মঙ্গলবার (৮ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এর ধারাবাহিকতায় দলটির মহানগর কমিটির উদ্যোগে রাজশাহীতেও পালন করা হবে এই কর্মসূচি।
আগামী মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৪টায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর ওয়ার্কার্স পার্টি।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরস্থ দলীয় কার্যালয়ে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত মহানগর সম্পাদকমণ্ডলির সভা থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য আইনজীবী আবু সাঈদ। পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
এসময় উপস্থিত ছিলেন, সম্পাদকমণ্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, আব্দুল মতিন ও নাজমুল করিম অপু। সভা থেকে আগামী ৮ তারিখের কর্মসূচি সফল করতে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সকল থানা এবং ওয়ার্ড কমিটিগুলোকে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস