ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৭:১৫ পূর্বাহ্ন

আস্ত একটি গাঁজার গাছসহ নারী গ্রেফতার

  • আপডেট: Wednesday, August 2, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গাঁজা গাছ চাষ করার অপরাধে আস্ত একটি গাঁজার গাছসহ মুনজুরা খাতুন (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গত মঙ্গলবার রাতে চারঘাট উপজেলার বার্মনদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুনজুরা খাতুন চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

পরে আজ বুধবার সকালে ওই নারীকে গাঁজার গাছসহ চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫-এর অ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ।

তিনি জানান, আটক হওয়া মুনজুরা তার বাড়ির সামনে ১২ ফুট উচ্চতার প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন। পরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাবাসাবাদে তিনি একজন গাঁজা ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারপর তাকে আজ সকালে গাছসহ চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চারঘাট থানা পুলিশ।

সোনালী/জেআর