ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১:৪৭ অপরাহ্ন

কর্মসূচি নিয়ে এবার রাজপথে নামছে ১৪ দল

  • আপডেট: Monday, July 31, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কর্মসূচি চলমান।

এর মধ্যেই আগামী বুধবার (২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

আজ সোমবার বিকেলে ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আমির হোসেন আমু বলেন, ‘‘আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামবো। সপ্তাহব্যাপী এসব কর্মসূচি চলবে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন নেয়া হবে।’’ আমু বলেন, ‘‘বিএনপি তাদের আন্দোলনে সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সেই ১৪ দল দেবে না। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক; তা আমরা অবশ্যই মানব।’’

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ জোটের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস