ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক আদনানের বাবার মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Saturday, July 29, 2023 - 9:00 pm

বিশেষ রিপোর্টার: বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির রাজশাহীর রিপোর্টার সাংবাদিক ইউসুফ আদনানের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুস সামাদ দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এদিকে, সাংবাদিক ইউসুফ আদনানের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শনিবার রাতে সোনালী সংবাদকে দেয়া এক অডিও বার্তায় তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জগদীশ রবিদাস