ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৮ অপরাহ্ন

সেই চাঁদ ফের রিমান্ডে

  • আপডেট: Wednesday, July 26, 2023 - 7:55 am

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে কবরে পাঠানোর হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার আদালত।

মঙ্গলবার দুপুরে তাঁকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক জিয়ারুল ইসলাম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ও আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও এসএম আকবর আলী মামলাটি পরিচালনা করেন।

১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় গত ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো।

ওই মামলায় আবু সাঈদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়। তিনি গত ২৩ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে রয়েছেন।

সোনালী/জেআর