ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৭:৩৮ অপরাহ্ন

নওগাঁয় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট: Wednesday, July 26, 2023 - 2:00 pm

অনলাইন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার সকালে পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। তিনি জানান, পত্নীতলা থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান সাপাহারের দিকে যাচ্ছিল।

এসময় উপজেলার করমজাই নামক এলাকায় সাপাহার থেকে আসা একটি আমবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আমবাহী পিকআপের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোনালী/জেআর