ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১:৪৫ অপরাহ্ন

চীন গেলেন ১৪ দলের বাম শীর্ষ নেতারা

  • আপডেট: Tuesday, July 25, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: চীন সফরে গেলেন ১৪ দলীয় জোটের বাম শরিকের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা চীনের কুনমিংয়ের উদ্দেশে রাজধানী ঢাকা ছেড়েছেন।

বামপন্থী দলগুলোর প্রতিনিধি দলে আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সংসদ সদস্য লুৎফুন নেসা খান, জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলম ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে তাঁরা এই সফর করছেন। ৩০ জুলাই তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। সফরে এই বামপন্থী নেতারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করবেন।

সোনালী/জগদীশ রবিদাস