সোনালী সংবাদ

এসএমসির ‘ফর্টিফাইড ও টেস্টি’ বিস্কুট বাজারে

অনলাইন ডেস্ক: মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট বাজারে নিয়ে এসেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।

বুধবার ঢাকায় কোম্পানিটির হেড অফিসে এর বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিস্কুটের মজাদার স্বাদের সঙ্গে এতে সাতটি ভিটামিন ও মিনারেল (ভিটামিন এ, সি, ডি, ই, ফলিক এসিড, ক্যালসিয়াম, জিঙ্ক) রয়েছে, যা পরিবারের সব সদস্যদের স্বাদ ও পুষ্টির নিশ্চয়তা দেবে।

এতে কোনো প্রকার কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি; ফলে তা সব বয়সী মানুষের জন্যই স্বাস্থ্যসম্মত বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজারজাতকরণ অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর

Exit mobile version