ঢাকা | মে ৪, ২০২৫ - ১০:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে ফাঁসির অপেক্ষায় থাকা আসামি হৃদরোগে আক্রান্ত

  • আপডেট: Friday, July 21, 2023 - 4:22 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা প্রধান আসামি মিয়া মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটায় রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার জন্য ভর্তি করে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ জানান, সকালে বুকে ব্যথা নিয়ে মিয়া মহিউদ্দীন হাসপাতালে ভর্তি হন। তাকে হৃদরোগ বিভাগের অধীনে প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো আছে। চিকিৎসা চলছে।

মিয়া মহিউদ্দিনকে হাসপাতালে নেয়ার পরপরই হাসপাতালের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করায় ২৫ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে মিয়া মহিউদ্দীন ও অপর আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS