ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৬:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

  • আপডেট: Friday, July 21, 2023 - 5:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শহরের মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দু’জন হলো- সাতবাড়িয়া এলাকার সবুরের ছেলে সিয়াম (১২) ও নেকবর আলীর ছেলে সানজিদ (১২)।

রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই শিশু গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

 

 

সোনালী/জেআর