ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:১৬ পূর্বাহ্ন

চাঁপাইয়ে পদ্মায় দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

  • আপডেট: Friday, July 21, 2023 - 5:15 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে ২ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা খাতুন (৭) উপজেলার সোনাপট্রি গ্রামের রেহসান আলীর মেয়ে। নিখোঁজ মোসলেমা খাতুন (১৪) কটাপাড়া গ্রামের মো. গুমানির মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙা ইউনিয়নের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে নামে রেশমা ও মোসলেমা। এর একপর্যায়ে তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা রেশমার মরদেহ উদ্ধার করেন। এখনও নিখোঁজ রয়েছে মোসলেমা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোসলেমার সন্ধানে রাজশাহীর ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জেআর