ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:১৩ অপরাহ্ন

মহানন্দা নদী থেকে স্কুলছাত্রের মরহেদ উদ্ধার

  • আপডেট: Thursday, July 20, 2023 - 9:22 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর রিফাত আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশের মাধ্যমে রিফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে এদিন দুপুরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির ঘাটে গোসল করতে গিয়ে তলিয়ে যায় রিফাত। নিহত রিফাত উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লি চিকিৎসক ফারুকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থী রিফাত নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। সেই সঙ্গে স্থানীয়রাও তাদের সহযোগিতা করছেন।

সোনালী/জেআর