বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩
অনলাইন ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এক ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
এছাড়া গুরুতর আহত হয়েছেন ট্রাক চালকের সহকারী। শুক্রবার গভীর রাতে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক রাজধানীর কামরাঙ্গীচরের আব্দুল গফফারের ছেলে দাদন মিয়া (৪৬), নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৬) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।
এঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩)। সাইফুল রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের আগে একটি সেতুর কাছে একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২) অকেজো হয়ে দাঁড়িয়ে ছিল।
রাত সাড়ে ৩টায় অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন- ২০-৯৫২৬) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক দাদন মিয়া ও রফিকুল ইসলামের মৃত্যু ঘটে।
অপর ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে আনার কিছুক্ষণ পর মোস্তাক আলীর মৃত্যু ঘটে। অপর আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোনালী/জেআর