ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৮:১১ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে গুলি বর্ষণে হত্যার রেকর্ড

  • আপডেট: Saturday, July 15, 2023 - 11:00 am

অনলাইন ডেস্ক: চলতি ২০২৩ সালের প্রথমার্ধে অর্থ্যাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি বর্ষণে হত্যার রেকর্ড হয়েছে।

এই ৬ মাসের মধ্যে দেশটিতে আঠাশটি গুলি বর্ষণে হত্যা হয়েছে বলে জানা গেছে।

এসব হত্যকাণ্ডের শিকার হয়েছেন ১৪০ জন মানুষ। মার্কিন সংবাদ সংস্থা এপি’র বিশ্লেষণের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্র সহিংসতায় যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলেছে।

যুক্তরাষ্ট্রের এক স্কুলে গণহত্যার শিকার হওয়া সন্তানের বাবা ব্রেন্ট লিয়াথারউড গুলি বর্ষণে হত্যার এই রেকর্ডকে ‘ভয়ংকর মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ‘আপনি কখনও কল্পনাও করতে পারবেন না যে আপনার পরিবারের সন্তান এমন পরিসংখ্যানের অংশ হোক।’

সংবাদ সংস্থা এপি শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। তারা নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করেছে। ২০০৬ সাল থেকে তারা এ ধরনের হত্যাকাণ্ডের খোঁজখবর রাখছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে অর্থ্যাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে এ ধরনের সাতাশটি গুলি বর্ষণে হত্যার ঘটনা ঘটেছিল।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানের অধ্যাপক জেমস অ্যালান ফক্স বলেন, তিনি যখন পাঁচ বছর আগে এই ধরনের তথ্য সংগ্রহ শুরু করেন তখন তিনি কল্পনাও করেননি গুলি বর্ষণে হত্যার ঘটনা এতটা বৃদ্ধি পাবে।

সোনালী/জেআর