ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৬:৫৯ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা সফল করতে শ্রমিক ফেডারেশনের সভা

  • আপডেট: Wednesday, July 12, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: আগামী শনিবার (১৫ জুলাই) রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা সফল করার লক্ষ্যে শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় জিরোপয়েন্টস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি সিরাজুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

আগামী শনিবার (১৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে মহানগর ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার। এই সভা সফল করতে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিসহ বন্ধু সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাবি শাখা শ্রমিক ফেডারেশনের নেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহমেদ রাতুল, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু।

সোনালী/জগদীশ রবিদাস