ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপডেট: Monday, July 10, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক: গলায় ওড়না পেঁচিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ফাতেমা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে পৌর শহরের চালা নিশিপাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের (২০) সঙ্গে পৌর এলাকার চালা অফিসপাড়া গ্রামের মান্নান শেখ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফাতেমা খাতুনের মা-বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে অভিমান করে গতকাল রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ফাতেমা খাতুনের বাবা আশরাফুল আলীর সঙ্গে কথা বলতে প্রতিবেদক বাড়িতে গেলে তিনি ব্যস্ততা দেখিয়ে সরে পড়েন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

সোনালী/জেআর