ঢাকা | মে ১০, ২০২৫ - ৮:১২ অপরাহ্ন

মাকে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে রংমিস্ত্রিকে হত্যা

  • আপডেট: Monday, July 10, 2023 - 6:45 pm

অনলাইন ডেস্ক: মাকে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে রংমিস্ত্রি জসিমকে হত্যা করে রাব্বি। হত্যার দু’দিন পর তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের কলোনি চকলোকমান এলাকা থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত ইসরাফিলের ছেলে।

গত শুক্রবার চকলোকমান এলাকার মসজিদের মাঠে ফুটবল খেলার সময় জসিমের ভাতিজা আলি হাসানের গায়ে বল লাগে। এ নিয়ে রাব্বি ও জসিমের পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এ সময় রাব্বির মাকে চড়-থাপ্পড় দেওয়ার পাশাপাশি তার সঙ্গে দুর্ব্যবহার করে জসিম।

এর জেরে পরের দিন শনিবার সকালে মসজিদ মাঠে জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাব্বি। পরে জসিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোববার জসিমের স্ত্রী মালেকা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

মীর মনির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে রাব্বি জানায় মাকে থাপ্পড় ও গালাগাল করায় সে জসিমকে হত্যার পরিকল্পনা করে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS