ঢাকা | মে ১, ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

জামায়াতের সঙ্গে সমঝোতা করেনি আ’লীগ, প্রক্রিয়া চলছে নিষিদ্ধের

  • আপডেট: Sunday, July 9, 2023 - 8:00 am

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করেনি। আইনিভাবে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। তবে এখনও নিষিদ্ধ না হওয়ায় তারা চাইলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে।’

শনিবার দুপুরে ‘বায়ুদূষণের প্রভাব: শিশু ও বয়স্কদের জীবন রক্ষা’ বিষয়ক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। পৃথিবীর কোনো দেশেই স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না। আমাদের দেশে আছে। এটা বিস্ময়কর।’

জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের মূল প্রকল্প উপস্থাপক জোয়ান্না ডি রোজারিও, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া প্রমুখ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS