ঢাকা | মে ২, ২০২৫ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

মতিহার থানা ওয়ার্কার্স পার্টির কর্মিসভা

  • আপডেট: Saturday, July 8, 2023 - 8:15 pm

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সভায় আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ও সাধারণ মানুষের সামনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

এছাড়াও থানা কমিটির অন্তর্গত প্রতিটি ওয়ার্ড কমিটিকে আরো বেশি সক্রিয় করে তোলা এবং পাড়া-মহল্লায় সংগঠনকে শক্তিশালী করা নিয়েও আলোচনা হয় সভা কর্মিসভায়।

এসময় আরো বক্তব্য রাখেন, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, মহানগর কমিটির সদস্য শাহীনুর বেগম, থানা সম্পাদকমণ্ডলীর সদস্য ফয়সাল আহমেদ রাতুল, হাসান আলী, মোহাইমিনুল হক রানা, নাসরিক আক্তার প্রমুখ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS