ঢাকা | মে ১০, ২০২৪ - ৯:৫১ অপরাহ্ন

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

  • আপডেট: Friday, July 7, 2023 - 5:15 pm

স্টাফ রিপোর্টার: সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার রাজশাহীর সর্বস্তরের ওলামা-মাশায়েখদের আয়োজনে জুমার নামাজ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তফা আল মারুফ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইয়াহিয়াসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা বক্তব্য দেন।

তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক কোরআনকে অপমান ও অবমাননা করা হয়েছে।

এই ধৃষ্টতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে জিরোপয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

সোনালী/জেআর