ঢাকা | মে ১৪, ২০২৫ - ৬:০৮ অপরাহ্ন

শিরোনাম

দেশের সার্বভৌমত্বে অবিশ্বাসীদের রুখে দেয়ার প্রত্যয়

  • আপডেট: Thursday, July 6, 2023 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: দেশের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী শক্তির চলমান ষড়যন্ত্র রাজনৈতিকভাবে রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি।

দলটির নেতারা বলেছেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের সঙ্গে কোন আপোস নেই। ওদের যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে ওয়ার্কার্স পার্টি সবসময় প্রস্তুত।”

আজ বৃহস্পতিবার বিকালে দলের চন্দ্রিমা থানা কমিটির কর্মিসভায় তারা এসব কথা বলেন। শহরের শালবাগান এলাকায় স্থানীয় দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহীদ হোসেন শিশির। প্রধান প্রতিথির বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সভায় বক্তারা বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক শক্তি সক্রিয় হচ্ছে। যেহেতু তারা বাংলাদেশকেই মেনে নিতে চায় না, সুতরাং দেশের বিরুদ্ধে গিয়ে তারা সবকিছুই করতে পারে। কিন্তু আমরা যারা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে রাজনীতি করি, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। অতিতের মতো এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজপথে মোকাবিলা করার সক্ষমতা ওয়ার্কার্স পার্টির আছে।”

চন্দ্রিমা থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন জাহিদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, থানা কমিটির নেতা বেলাল হোসেন, ইয়াসিন আলী পরশ, জাফর আলী প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস

Hi-performance fast WordPress hosting by FireVPS