ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:০৮ অপরাহ্ন

নতুন বিভাগীয় কমিশনার পেল রাজশাহী

  • আপডেট: Thursday, July 6, 2023 - 11:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

এই কর্মকর্তাকে ওই পদে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২ জুলাই বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার পদে রদবদল আনে সরকার।

অন্যদিকে আলাদা আরেকটি আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জি এস এম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

সোনালী/জেআর