ঢাকা | মে ১২, ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

‘প্রতিবন্ধীকে হেয় করে’ পোস্ট, রাজশাহীতে আইসিটি আইনে অর্থদণ্ড

  • আপডেট: Wednesday, July 5, 2023 - 4:52 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হেয় করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় একজনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ লিটু (৪৫)। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামে।

ইসমত আরা বেগম জানান, ওই ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২) ধারায় ৫০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ (২) ধারায় আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। এ ধারায়ও অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, মামলার বাদী জাহিদুর রহমান রাজশাহী জেলা বাধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত লিটু জাহিদুরকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, ‘যত বড়ই হোক সে কর্মকর্তা? সে তো ল্যাংড়া। খোড়া শয়তানের গোড়া’।

এ স্টাটাসের পরিপ্রেক্ষিতে মানহানি হয়েছে উল্লেখ করে জাহিদুর রহমান রাজশাহীর সাইবার আদালতে মামলা দায়ের করেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS