ঢাকা | মে ৯, ২০২৫ - ১০:২২ অপরাহ্ন

রাজশাহীতে বেশি দামে কাঁচামরিচ বিক্রি, দোকানিকে জরিমানা

  • আপডেট: Tuesday, July 4, 2023 - 5:00 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রির অভিযোগে মো. সবুজ নামের এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে নগরীর সাহেব বাজারের মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে ওই দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও কাঁচামরিচের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। বাজারে একেক সময় ভিন্ন দাম বলছেন বিক্রেতারা।

অতিরিক্ত দাম নেওয়ায় একজনকে জরিমানা করা হয়েছে। এই সিন্ডিকেট ভাঙতে নিয়মিত অভিযান চলবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS