ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:০০ অপরাহ্ন

শপথ নিলেন মেয়র লিটনসহ কাউন্সিলররা, বাদশার অভিনন্দন

  • আপডেট: Monday, July 3, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক: শপথ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান।

আর কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

এদিকে রাজশাহী সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সোমবার বিকালে এক শুভেচ্ছা বার্তায় এমপি বাদশা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দ শপথ নিয়ে ফিরে এসে রাজশাহীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। তাদের সবাইকে শুভেচ্ছা ও তাদের আগামীর জন্য শুভকামনা।

সোনালী/জগদীশ রবিদাস