ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১১:৫৩ পূর্বাহ্ন

মহানগর পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 29, 2023 - 1:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর অন্যান্য স্থানের মতো মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠেও পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে নামাজ আদায় করেছেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম-পিপিএম, মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সোনালী/জগদীশ রবিদাস