ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:০২ পূর্বাহ্ন

পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩

  • আপডেট: Wednesday, June 28, 2023 - 11:00 am

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে এনামুল হক (৬০) নামে এক কৃষক মারা গেছেন।

এ ঘটনায় শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে আলাতুলি ইউনিয়নের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের বাসিন্দা।

নিখোঁজরা হলেন– ছয়রশিয়া গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিন ও আব্দুর রহমান এবং চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি।

সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে।

আলাতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এনামুলসহ তিন থেকে চারজন আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে নৌকায় ফসল নিয়ে বাড়ি ফিরছিলেন।

ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকরপাড়ার বালুগ্রাম এলাকায় নৌকাটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের লাশ উদ্ধার করে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সর্বশেষ খবরে নিখোঁজদের কেউ উদ্ধার হননি।

সোনালী/জেআর