ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৮:৩৮ অপরাহ্ন

চাঁপাইয়ে জামিনে থাকা আসামিকে কুপিয়ে হত্যা

  • আপডেট: Monday, June 26, 2023 - 9:55 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামিনে থাকা হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে শিবগঞ্জ উপজেলার টুনটুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুরুল হোদা (৪০) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে।

নিহতের শ্যালিকা মরিয়ম খাতুন জানান, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল।

এরপর নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে না উঠে উপজেলার টুনটুনিপাড়া এলাকায় শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন।

রোববার রাতে সেখানে গিয়ে দুর্বৃত্তরা দুরুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুস সামাদ জানান, দুরুলের দুই পায়ে ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুরুলের বোন আয়েশা বেগম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে দুরুলের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান, আলোচিত বিএনপি নেতা আলম হোসেন ঝাপড়া হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন দুরুল হোদা।

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনালী/জেআর