ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:০০ অপরাহ্ন

শিরোনাম

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন

  • আপডেট: Monday, June 26, 2023 - 8:50 pm

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

এছাড়াও নিবন্ধন নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সম্প্রতি অনুষ্ঠিত সমাবেশে দলটি রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগেও আরেকটি আবেদন করা হয়েছে।

সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ আবেদন করা হয়। আবেদনটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আগামী ৩১ জুলাই আপিল বিভাগে এই আবেদন দুটির ওপর শুনানি হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গত ১০ জুন রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS