ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০১ অপরাহ্ন

অর্থ নষ্ট করে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করছেন মোদি, বললেন মমতা

  • আপডেট: Monday, June 26, 2023 - 11:59 pm

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নরেন্দ্র মোদি সরকারের অর্থ নষ্ট করে যুক্তরাষ্ট্রে গিয়ে তাদেরকে সন্তুষ্ট করছেন।

কখনো রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন, কখনো ফ্রান্সে গিয়ে প্লেন কিনছেন। অথচ আমার গরিব ঘরের ভাই-বোনেদের ১০০ দিনের কাজের রুপি দিতে পারছেন না। এটাই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।’

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে সোমবার এক জনসভায় তিনি এ কথা বলেন। আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন।

বিজেপি ‘গুন্ডামি’ করলে হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দিতে মা-বোনেদের প্রতি আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ গোটা বিশ্বে মডেল হয়েছে, তাই বিজেপি আমাদের হিংসা করে।

ওদের হিংসা করতে দিন। ওরা দেশটাকে বিক্রি করে দিতে চায়। কিন্তু আমরা তা করতে দেব না।’

 

সোনালী/জেআর