ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৫:৫৫ অপরাহ্ন

অধিকার আদায়ে আদিবাসী নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান বাদশার

  • আপডেট: Saturday, June 24, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায় করে নিতে আদিবাসী নেতাদের আরও সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের শাহমখদুম কলেজের কনফারেন্স রুমে আয়োজিত জাতীয় আদিবাসী পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী পরিষদের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে আদিবাসী নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, ‘আদিবাসী জনগোষ্ঠীদের সকল সমস্যা-সম্ভাবনা নিয়ে সংসদীয় ককাস দায়িত্বের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে হলে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী নেতাদের আরও সক্রিয় এবং সাংগঠনিক ভূমিকা দরকার।’

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘সবকিছু আমাদের নতুনভাবে গুছিয়ে তুলতে হবে। কিছু সমস্যা থাকবেই। যেখানে সমস্যা আছে, সেখানে আলোচনা করে সমাধান করতে হবে। কোনো কাজ ফেলে রাখা চলবে না। প্রয়োজনে আমি নিজে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরেজমিনে যাবো। আগামী দিনে নিজেদের প্রকৃত অধিকার আদায়ের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক মেসবাহ কামাল। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের মতো জাতীয় আদিবাসী পরিষদেরও সম্মেলন হওয়া প্রয়োজন। কারণ কোনো সংগঠনের সম্মেলন হলে নতুন নেতৃত্বের বহিঃপ্রকাশ যেমন ঘটে, একইসঙ্গে সেই সংগঠনও আরো গতিশীল ও সক্রিয় হয়।’

তিনি আরো বলেন, ‘আগামীতে জাতীয় নির্বাচন আসছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের ইস্তেহার ও কর্মসূচি প্রণয়ন শুরু করেছে। তাদের সেই কর্মসূচির মধ্যে আদিবাসীদের দাবি-দাওয়াগুলো যুক্ত হলো কিনা; সেটাও আমাদের পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে সরকারি গেজেটে যে সকল আদিবাসী জনগোষ্ঠী বাদ পড়েছে; তাদের কিভাবে যুক্ত করা যায়, সেটির কার্যপ্রণালীও আমাদের নির্ধারণ করতে হবে।’

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক গনেশ মার্ডির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশীষ প্রামাণিক দেবু, সভাপতিমণ্ডলীর সদস্য কিতৃনা বিশ্বাস, বাবুল রবিদাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, প্রচার সম্পাদক রাম প্রসাদ মাহাতো, নাটোরে নেতা প্রদীপ লাকড়া প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস