ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:০৩ পূর্বাহ্ন

পূজা চেরি ইন

  • আপডেট: Saturday, June 24, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমা ‘লিপস্টিক’ থেকে রহস্যজনক কারণে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, অন্যদিকে, তার জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘লিপস্টিক’ ছবিটির।

আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নেয়ার বিষয়টি আব্দুল্লাহ জহির বাবু নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘লিপস্টিক’ সিনেমায় জুটি বাঁধার কথা ছিল চিত্রনায়ক আদর আজাদ ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু ভিসা জটিলতার কারণে এ যাত্রায় দর্শনার দর্শন আর পাওয়া যাচ্ছে না ‘লিপস্টিক’ সিনেমায়।

এ বিষয়ে আনন্দবাজার অনলাইনকে দর্শনা বলেন, আমার সঙ্গে প্রথমে কথা হয়েছিল ঠিকই, তবে চুক্তিতে কোনো সই করিনি। তার পর তাদের তরফে কেউ যোগাযোগও করেননি।

সেটা ভিসার জন্য না অন্য কোনো কারণে তা সঠিকভাবে বলতে পারব না। আমার আর ওই সিনেমা সম্পর্কে কোনো ধারণা নেই।

এ বিষয়ে ছবিটির গল্পকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে।

সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিয়েছি।

অন্যদিকে, গত ১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। তিনি বলেন, ‘ লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি।

এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক। আগামী ২০ জুলাই থেকে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান তিনি।

সোনালী/জেআর