ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Saturday, June 24, 2023 - 4:19 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর ডেমড়ায় নির্মানাধীন ভবনের ওপড় থেকে মালামাল ওঠানোর ক্রেনের তার ছিঁড়ে মাথায় পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় ওপর থেকে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপশ) নিচে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। হতাহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

সোনালী/জেআর