ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:৩১ অপরাহ্ন

কোনো অপশক্তি জাতীয় নির্বাচন রুখতে পারবে না: খায়রুজ্জামান লিটন

  • আপডেট: Friday, June 23, 2023 - 10:32 pm

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সিটি নির্বাচনগুলোর মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে। কোনো অপশক্তি নির্বাচন রুখতে পারবে না।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের কল্যাণ করতে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল খালেক। সভায় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোনালী/জেআর