ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৩৯ অপরাহ্ন

লিটনেই আস্থা || নগরবাসীকে ধন্যবাদ জানালেন বাদশা

  • আপডেট: Thursday, June 22, 2023 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি আবারো আস্থা রাখায় নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ায় জোটসঙ্গী খায়রুজ্জামান লিটনকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম এই নেতা।

বার্তায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় এই সাধারণ সম্পাদক বলেন, “এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাকে জয়ী করতে আমরা রাজশাহীবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, রাজশাহীর মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। আমি বিশ্বাস করি, নিশ্চয়ই মেয়র লিটন নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে যাবেন।

সোনালী/জেআর